করদাতাদের কাছ থেকে 'জোর করে' বা 'ধমক দিয়ে' কর আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তার কথায়, "ব্যবসা ছাড়া, বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া আমরা এক পা-ও এগোতে পারব না। মানুষ প্রায়ই আমাদের কম কর-জিডিপির অনুপাত নিয়ে কথা বলে। কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয়, তাহলে আমরা কর সংগ্রহের আশা করতে পারি না। "জোর করে তো ট্যাক্স নেওয়া যাবে না, ধমক দিয়ে। কর আদায় বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে। ব্যবসায়ীরা আয় করলে, তারা অবশ্যই কর দেবে।" বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের 'মাইলফল উদযাপন' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সরকারি সেবা 'ডিজিটালাইজেশনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না' মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, "সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। "কেউ একজন...