মোহাম্মদ নবীর শেষের ঝড়ে ঢেকে গেল শুরুর ব্যর্থতা। তার চার-ছক্কার বৃষ্টিতে শক্ত পুঁজি পায় আফগানিস্তান। আবুধাবিতে শ্রীলঙ্কার জন্য এই লক্ষ্য অতটাও সহজ ছিল না। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে সেই লক্ষ্যকে হাতের নাগালে নিয়ে আসে লঙ্কানরা। নবীর ঝড়ের বিপরীতে দায়িত্বশীল ব্যাটিং উপহার দেন কুশল মেন্ডিস। এতে আফগানদের হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোর নিশ্চিত করল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে শ্রীলঙ্কা। যদিও পাওয়ার-প্লেতে দুই উইকেট হারায় লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ৫ বলে ৬ আর কামিল মিশারা ১০ বলে ৪ রান করে ফেরেন। তবে...