১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম বাংলাদেশি পণ্যের উপর একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা সৃষ্টির পরও ভারত থেকে পণ্য আমদানি বৃদ্ধি পেয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভূরাজনৈতিক সম্পর্ক এক নতুন মেরুকরণের উপর দাঁড়িয়েছে। এসময় বাণিজ্য বৃদ্ধির এমন বাস্তবতা আমাদের জন্য ভিন্ন বার্তা বহন করছে। শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র-জনতার বিক্ষোভ ও আন্দোলন হঠাৎ করেই শুরু হয়নি। ভারতীয় শাসকদের পৃষ্ঠপোষকতা ও হেজিমনিক প্রভাব বলয়ে গড়ে ওঠা স্বৈরশাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের এই অভ্যুত্থানের পর সারাবিশ্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও ভারত সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান গ্রহণ করে। তাদের প্রতিটি প্রতিক্রিয়া, রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপের মধ্য দিয়ে স্পষ্টভাবেই বৈরিতা প্রকাশ পায়। ভারতের অনুগত সরকার দীর্ঘদিনে বাংলাদেশের...