১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম ২০২৪ সালে ইসরাইল থেকে অন্তত ৮২ হাজার মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। আর নতুনভাবে বসতি গড়েছে ৩১ হাজার জন। গত এক বছরে ইসরাইল থেকে অন্তত ৮২ হাজার মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ইসরাইল থেকে অন্তত ৮২ হাজার মানুষ অন্য দেশে পাড়ি জমিয়েছে। আর নতুনভাবে বসতি গড়েছে ৩১ হাজার জন। এদিকে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইল। আন্তর্জাতিক যুদ্ধনীতি লংঘন করে বিভিন্ন বর্বর উপায়ে ফিলিস্তিনিদের তারা বাস্তুচ্যুত করছে। কিন্তু তাদের এই পদক্ষেপে আন্তর্জাতিক পক্ষ কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে। সেজন্য আন্তর্জাতিক পক্ষের সমালোচনা করে বিবৃতি দিয়েছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। সেখানে তারা ইসরাইলকে সমর্থনকারী...