১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনের প্রস্তুতির দুর্বলতা ততই স্পষ্ট হয়ে উঠছে। এ কথা বহুবার বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে যে, তারা যেন ক্ষমতায় চলে গেছে। এই আচরণ যে কতটা আত্মঘাতী এবং আগামী নির্বাচনে তাদের বিজয়ের পথকে সংকুচিত করছে, তা তারা বুঝতে পারছে না। তাদের হাবভাব এমন, নির্বাচন হলেই বিপুল ভোটে জিতে যাবে। অথচ ভেতরে ভেতরে যে, দলটির প্রতিপক্ষ বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিজেকে সংগঠিত এবং ভোটের মাঠ গুছিয়ে ফেলেছে, এ নিয়ে তাদের কোনো ধারণা আছে বলে মনে হয় না। এর সাধারণ...