১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম দেওয়ানি ও ফৌজদারি মামলার আদালত সম্পূর্ণ পৃথক করা হয়েছে। এর ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে। দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি অনেকাংশে বাড়বে।গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা আদালতগুলোতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজÑ এই তিন পর্যায়ের বিচারকদের একইসঙ্গে দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার বিচার করতে হয়। একই বিচারকের ওপর এই দ্বৈত দায়িত্ব মামলাজট এবং বিচারিক দীর্ঘসূত্রতার একটি প্রধান কারণ বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরো জানিয়েছে, দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলার সংখ্যা প্রায় ১৬ লাখ। ফৌজদারি মামলার সংখ্যা প্রায় ২৩ লাখ। ফৌজদারি...