১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ এএম ডাকসুর পর জাকসুতেও প্রায় একচেটিয়া বিজয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। জাকসু ও হল সংসদসমূহে যারা জয়ী হয়েছে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। অভিনন্দন তাদেরকও যারা আখেরে জয়ী না হলেও বিভিন্ন প্যানেল থেকে কিংবা স্বতন্ত্রভাবে এই ভোটযুদ্ধে শরীক হয়ে পুরো আসরটি মাতিয়ে রাখতে ভূমিকা রাখে। একটি নির্বাচনে হারজিত থাকবেই। তবে, কারা কীভাবে জিতলো সেটা নিয়ে স্বাভাবিকভাবেই সবার মধ্যে বিশেষ ঔৎসুক্য থাকে। ৮০-এর দশকের শেষ থেকে শুরু করে প্রায় ৩৫ বছর যে সংগঠনটি জাবিতে অনানুষ্ঠানিকভাবে একরকম নিষিদ্ধ ছিল, সেই সংগঠন কীভাবে এই নির্বাচনে প্রধানতম শক্তি হিসেবে আবির্ভূত হলো, সেটা একটা বড় প্রশ্ন। জুলাই ছাত্রলীগকে ‘নাই’ করে দিয়েছে, কিন্তু ছাত্রদল কেন তার শূন্যতা পূরণ করতে পারল না? জাহাঙ্গীরনগরের ছাত্র রাজনীতিতে বাম ছাত্র...