১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪ এএম সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নেপালকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে নেপালীদের ৪-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজরা। কলম্বোতে গত সোমবার থেকে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের খেলা। কিশোরদের এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আগে চারবার ব্যর্থ হলেও এবার শিরোপা জিততেই কলম্বোতে পা রেখেছে লাল-সবুজরা। গ্রুপ পর্বে বাংলাদেশ দলের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। তিন দলের ‘এ’ গ্রুপ থেকে সেরা দু’টি দল সেমিফাইনালে উঠবে। চার দলের ‘বি’ গ্রুপ থেকেও সেরা দুই দল খেলবে শেষ চারে। গ্রুপ পর্বের খেলা শেষে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল ম্যাচ। এক দিনের বিরতিতে ২৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।...