ম্যাচে না থেকেও প্রবলভাবে ছিল বাংলাদেশ। তাদের মূল চাওয়া ছিল শ্রীলঙ্কার জয়। অনেকটা সময় পর্যন্ত দাপট দেখিয়েও শেষ দুই ওভারের এলোমেলো বোলিংয়ে হাত থেকে ম্যাচ ফসকে যেতে বসেছিল লঙ্কানদের। তবে কুসাল মেন্ডিসের দারুণ ইনিংস ও কামিন্দু মেন্ডিসের শেষের ঝড়ে আফগানিস্তানকে হারিয়ে, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে উঠল তারা। আবু ধাবিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৬ উইকেটে। ১৭০ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় চারিথ আসালাঙ্কার দল। একপর্যায়ে আফগানিস্তানের রান ছিল ৬ উইকেটে ৭৯, ১৮ ওভার শেষে ৭ উইকেটে ১২০। সেখান থেকে শেষ দুই ওভারে ৪৯ রান নিয়ে তারা গড়ে ১৬৯ রানের পুঁজি। ৫ রানে জীবন পেয়ে ২২ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহাম্মদ নাবি। যার হাতে ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন, সেই দুনিথ ওয়েলালাগেকে টানা পাঁচটি...