শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াইয়ে না থেকেও প্রবলভাবে ছিল বাংলাদেশ। সেই লড়াইয়ে ‘জিতেও গেল’ লিটন দাসের দল। রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপের সুপার ফোরে তাদের সঙ্গী হল বাংলাদেশ। ধারাভাষ্যে রাসেল আর্নল্ড বলছিলেন, শ্রীলঙ্কার এই রান তাড়া কেবল কলম্বোয় উদযাপিত হচ্ছে না, ঢাকা-চট্টগ্রাম-সিলেটেও হচ্ছে। ‘বি’ গ্রুপের সমীকরণই বাংলাদেশকে এই ম্যাচে লঙ্কানদের সমর্থক বানিয়ে দিয়েছিল। আবু ধাবিতে বৃহস্পতিবার ৬ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের ১৬৯ রান তারা পেরিয়ে গেছে ৮ বল বাকি থাকতে। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। কেবল তাদের বিপক্ষেই হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ। শুধু হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া আফগানিস্তানের এশিয়া কাপ অভিযান শেষ হলো...