বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির শুরুতেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত। সেই হিসেবে নির্বাচনের বাকি আর মাত্র মাস পাঁচেক। দেশ ও দেশের বাইরে এই নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। পাশ্ববর্তী দেশ ভারত বিষয়টি নিয়ে আরও সচেতন। কারো ‘প্ররোচনায়’ পা না দিয়ে ভারতের উচিত হবে নির্বাচন পর্যন্ত দেখা: জহুর সরকার বিশ্বাস “বাংলাদেশে যদি ‘ভুল’ একটা সরকার সত্যিই ক্ষমতায় আসে, আমাদের নিরাপত্তা, স্বার্থর জন্য আমি সত্যিই দ্বিধান্বিত”: হার্ষ ভার্ধান শ্রিংলা এর আগে পর পর তিনটি নির্বাচনে প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে, এমনকি ভারতের সমর্থনেই শেখ হাসিনা সরকার তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে উতরে যেতে পেরেছে- এমন অভিযোগও আছে। এবারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবেশী দেশের এই নির্বাচন নিয়ে ভারতের মনোভাব এখন কী হতে পারে? বা দ্বিপক্ষীয় সম্পর্কের স্বার্থে ঠিক কী হওয়া উচিত? এসব...