জুলাই গণঅভুত্থ্যানে নাটোরের চার শহীদকে নিয়ে প্রথম আলোর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছনে চার শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণঅভুত্থ্যানে নাটোরের চার শহীদকে নিয়ে প্রথম আলোর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছনে চার শহীদ পরিবারের সদস্যরা। আজ সকাল ১১টার দিকে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে শহীদ মিকদাদ হোসেন খান আকীবের পিতা নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান লিখিত বক্তব্য বলেন, জুলাই গণঅভুত্থ্যানে নিহত নাটোরের চার শহীদ পরিবারের পক্ষ থেকে অত্যন্ত বেদনার সাথে আপনাদের জানাচ্ছি যে, জুলাই গণঅভূত্থ্যান বিরোধী একটি জাতীয় দৈনিক পত্রিকা আমাদের পরিবারের শহীদদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা হয়ত দেখেছেন গত ১৫ সেপ্টেম্বর, ২০২৫খ্রিঃ সোমবার পত্রিকাটি তাদের প্রথম পৃষ্ঠায় সারাদেশের জুলাই গণঅভূখ্যানে নিহতদের নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, নাটোরের তৎকালীন...