নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার)-এর কার্যক্রমে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও আইন লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গঠিত একটি অনুসন্ধান ও তদন্ত কমিটি। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমিটির পক্ষ থেকে সাবেক বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম-কে শেয়ারবাজার সংক্রান্ত সকল কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এলআর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিস্তারিত তদন্তের জন্য পাঠানো উচিত। এছাড়াও, অভিযুক্তদের প্রত্যেকের বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানা (ন্যূনতম ১ কোটি টাকা) এবং ফৌজদারি মামলা দায়ের করার সুপারিশ করা হয়েছে। এলআর গ্লোবালের অধীনে...