অগমেন্টেড রিয়েলিটিসহ (এআর) প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো ফেসবুকের মাদার কোম্পানি মেটা। বুধবার (১৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অনুষ্ঠিত ‘মেটা কানেক্ট’ ইভেন্টে কোম্পানিটি তিন ধরনের নতুন এআই স্মার্ট গ্লাস উন্মোচন করে। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত পণ্য হলো ‘মেটা রে-ব্যান ডিসপ্লে’, যা প্রথমবারের মতো রে-ব্যান ব্র্যান্ডের চশমায় এআর সুবিধা যুক্ত করেছে। এটি হবে প্রথম কোনো বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা, যাতে থাকবে হেডস-আপ ডিসপ্লে। গুগল গ্লাস একসময় একই ধরনের প্রযুক্তি চালু করলেও বাজারে টিকতে পারেনি। মেটার এই চশমাটি ওয়েফারার ধাঁচের ক্লাসিক নকশায় তৈরি হলেও ভেতরে যুক্ত করা হয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন। চশমার ডান লেন্সের ভেতরে ছোট ও উজ্জ্বল রঙিন ডিসপ্লে চোখের নিচে ভেসে উঠবে। এতে টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে, আবার ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য হয়ে...