শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ার নিয়ে কারসাজির দায়ে তালিকাভুক্ত আরেক কোম্পানি জেনেক্স ইনফোসিসের ৯ জন পরিচালকের প্রত্যেককে ১ কোটি ৩ লাখ টাকা করে মোট ৯ কোটি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে একই ঘটনায় জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে আলাদাভাবে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ৯ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ১১ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করা হয়েছে সোনালী পেপারের শেয়ার নিয়ে কারসাজির দায়ে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গতকাল বুধবারের সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয়েছে। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সভায় তালিকাভুক্ত একমি পেস্টিসাইডের প্লেসমেন্ট শেয়ার নিয়ে অনিয়মে জড়িত ১৫ ব্যক্তি ও ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন বা দুদকে...