চলতি সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৭৭ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২১ হাজার ৫৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) এক হাজার ১৮৩ কোটি ৪০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র আরিফ হোসেন বলেন, গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১৪৩ কোটি ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৩৪ কোটি ডলার বা ২৩ দশমিক ৭০ শতাংশ। অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত...