মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে আগামী শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। এর ফলে গণপরিবহনের যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। ইউএনবি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে আগামী শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত থাকবে। এর ফলে গণপরিবহনের যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে, দাবি পূরণ না হলে আগামী রবিবার নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন আন্দোলন ঘিরে গঠিত সর্বদলীয় ঐক্য পরিষদের প্রতিনিধিত্বকারী ও আলগী ইউনিয়নের বাসিন্দা মো. পলাশ মিয়া। তিনি বলেন, সবার সঙ্গে কথা বলেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার পর্যন্ত অপেক্ষায় থাকব, সমাধান না হলে আবারও কঠোর কর্মসূচি দেয়া...