কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি সেই সময় পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ভারতের বিরুদ্ধে। কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী। কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি সেই সময় পৃথিবীজুড়ে আলোড়ন সৃষ্টি করে। তোলপাড় শুরু হয় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে ভারতের বিরুদ্ধে। আলোচিত সেই ফেলানীর ছোট ভাইকে সরকার চাকরি দিয়ে দৃষ্টান্ত তৈরি করল। ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। গত ২৩ ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ...