নবজাতকদের মধ্যে আশঙ্কাজনক হারে উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার ব্যাপক উপস্থিতি (কলোনাইজেশন) শনাক্ত হয়েছে বলে একটি সেমিনার থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বি ঢাকার মহাখালী ক্যাম্পাসের সাসাকাওয়া মিলনায়তনে ‘বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবেলা: আর্চ গবেষণার ফলাফল’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইন কমিউনিটিজ অ্যান্ড হসপিটালস (আর্চ) গবেষণার ফলাফল তুলে ধরা হয়। বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে অনেক গবেষণা হলেও এই গবেষণাটিই প্রথম, যা স্থানীয় এলাকা ও হাসপাতাল উভয় ক্ষেত্রেই মানুষের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি বা কলোনাইজেশন পদ্ধতিগতভাবে তদন্ত করে। কলোনাইজেশন বলতে শরীরে ব্যাকটেরিয়ার উপস্থিতি বোঝায় যা তাৎক্ষণিক রোগের কারণ হয় না, এই ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে তার নিজের শরীর বা আশেপাশের মানুষের মধ্যে ছড়িয়ে রোগ সৃষ্টি করতে পারে, যা চিকিৎসা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ২০১৯ সালে শুরু...