ডিজিটাল যুগে বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন, যা সবাইকে অবাক করে দিয়েছে। আপনার শরীরের চিকিৎসা সংক্রান্ত রোগ নির্ণয়ের পূর্বাভাস কয়েক বছর আগেই দিতে সক্ষম হবে এআই। আর ভোক্তাদের ব্যবহৃত চ্যাটজিপিটির মতো চ্যাটবটের ভিত্তিতে থাকা একই প্রযুক্তি থেকে এ প্রযুক্তি গড়ে উঠেছে বলে গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) জানিয়েছেন বিজ্ঞানীরা। এদিকে ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডের গবেষকরা ন্যাচার জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে লিখেছেন— রোগীর ওপর ভিত্তি করে ডেলফি-২এম নামক এআই মডেলটি ‘বছরের পর বছর আগে থেকেই এক হাজারেরও বেশি রোগের হারের পূর্বাভাস দিতে পারে। আর এআই মডেলটি প্রশিক্ষিত হয়েছে ব্রিটেনের ইউকে বায়োব্যাংকের ডেটার ওপর—যেখানে পাঁচ লাখ অংশগ্রহণকারীর জীববৈজ্ঞানিক তথ্য সংরক্ষিত আছে। অন্যদিকে জার্মান ক্যানসার রিসার্চ সেন্টার এআই বিশেষজ্ঞ মরিটজ গেরস্টুং বলেছেন, ভাষা শেখার মতোই চিকিৎসা নির্ণয়ের ধারাবাহিকতাও একধরনের...