খেলাটা আবুধাবিতে, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের। তবে ১৩৯ কিলোমিটার দূরে দুবাই থেকে সেখানে চোখ আছে বাংলাদেশেরও। এই ম্যাচে ফলাফল পক্ষে এলে যে সুপার ফোরের সম্ভাবনা আছে তাদের। তবে তিন দলের ভেতর সবার আগে সমীকরণটা মেলাল শ্রীলঙ্কা। সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে সনৎ জয়াসুরিয়ার শিষ্যদের। এখন প্রশ্ন জাগছে, বাংলাদেশের সমীকরণটা মিলবে তো? মোহাম্মদ নবীর ঝড়ের পর শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ছিল ১৭০ রানের। তবে তাদের প্রথম হার্ডলটা ছিল ১০১ রানের। ৭ উইকেট হাতে রেখে সে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে দলটা। এখন ৪৪ বলে ৬৯ রান চাই তাদের। সেটা হলেই বাংলাদেশের সমীকরণটা মিলবে এখন। বাংলাদেশের ম্যাচ শেষ এক দিন আগেই। আফগানিস্তানকে হারিয়ে নিজেদের কাজটা করে রেখেছিল। এখন স্রেফ দর্শক, ম্যাচ দেখা আর প্রার্থনা ছাড়া আর কিছুই করার নেই। ম্যাচের আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল, শ্রীলঙ্কার...