ফিলিপাইনের অনেক মানুষ এখন ভয়াবহ বন্যার মধ্যে জীবন কাটাচ্ছেন। সরকারি স্কুল শিক্ষিকা ক্রিসা টোলেন্টিনো প্রতিদিন পানিতে ডুবে থাকা রাস্তায় প্যাডেল বোটে করে স্কুলে যান। চিকিৎসার জন্য ক্লিনিকে যেতেও তাকে একইভাবে যেতে হয়। তিনি বলেন, “সারা বছরে মাত্র দুই মাস শুকনো রাস্তা দেখতে পাই।” এ বছর অতিরিক্ত বৃষ্টিতে জনজীবন ভেঙে পড়েছে। রাস্তাগুলো নদীর মতো হয়ে গেছে, মানুষ ঘরে আটকে আছে। পানি থেকে ছড়ানো লেপ্টোস্পাইরোসিস নামে একটি মারাত্মক রোগও ছড়িয়ে পড়েছে। টোলেন্টিনো বলেন, “আমি নিয়মিত কর দিই। কিন্তু শুনি সেই টাকা দুর্নীতিতে নষ্ট হচ্ছে। এটা খুবই কষ্টের।” শুধু তিনিই নন, ফিলিপাইনজুড়ে লাখ লাখ মানুষ জানতে চাইছে - সরকার এত টাকা খরচ করেও কেন বন্যা ঠেকাতে পারছে না? টিকটক, ফেসবুক ও এক্সে মানুষ ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে, সরকার কোটি কোটি টাকার প্রকল্প...