ডায়নার পুত্রবধূ কেট মিডলটন (৪৩)-যার রূপে এক কথায় মুগ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৯)। যুক্তরাজ্য সফরে এসে কেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। বুধবার উইন্সসর ক্যাসেলে স্বামী প্রিন্স উইলিয়ামের সামনেই কেটের স্তুতি করেন ট্রাম্প। কেটের সঙ্গে করমর্দনের সময় বলেন-‘আপনি সুন্দরী, খুব সুন্দরী।’ রাতের নৈশভোজ শুরুর আগের বক্তব্যেও প্রিন্সেস অব ওয়েলসকে (কেট) ‘দীপ্তিময়, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী’ বলে আখ্যা দেন ট্রাম্প। এক সময় প্রিন্সেস ডায়নাকেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প এমনকি প্রেমপত্রও লিখেছিলেন । ডায়ানার মৃত্যুর কিছুদিন পর ১৯৯৭ সালে বিতর্কিত রেডিও জকি হাওয়ার্ড স্টার্নের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি চাইলে প্রয়াত প্রিন্সেস ডায়ানার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারতেন। তবে ২০১৬ সালে তিনি ডায়ানার সঙ্গে কোনো রোমান্টিক সম্পর্কের আগ্রহের কথা অস্বীকার করেন। ট্রাম্প বলেন, তিনি কেবল ডায়ানাকে ‘সুন্দরী’ মনে করতেন।...