মাটি চাপা দেওয়া হয়েছিল কন্যা শিশুটিকে। ২০ দিন মাত্র বয়স। উদ্ধার হয়েছে দৈবক্রমে। ছাগল চড়াতে মাঠে গিয়ে এক ব্যক্তি ক্ষীণ কান্নার শব্দ পান, এগিয়ে গিয়ে দেখেন ছোট্ট হাত বেরিয়ে আছে কাদার ভেতর থেকে। গ্রামবাসী, পুলিশকে খবর দেওয়ার পর মাটি খুড়ে পাওয়া যায় তাকে। এখন হাসপাতালে চিকিৎসা চলছে তার। তবে পরিস্থিতি নিয়ে শঙ্কা এখনো কাটেনি। বিবিসি জেনেছে সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছ থেকে। সেখানকার পুলিশ এখনও বলছে না কাকে তারা সন্দেহ করছেন। চিরাচরিত ছেলেসন্তানের আকাঙ্ক্ষা থেকে কন্যা শিশুদের হত্যার ঘটনা ভারতের কোনো কোনো অঞ্চলে বহু। ঘটেছে ভারতের সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশের শাহাজাহানপুর জেলায়। সেখানকারই একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার। হাসপাতালটির অধ্যক্ষ রাজেশ কুমার বিবিসিকে জানিয়েছে কন্যা শিশুটিকে গত সোমবার আনা হয়েছে। যখন আনা হয়েছিল, কাদায় একেবারে মাখা...