কয়েকটি ইসলামী দল অভিন্ন কর্মসূচি দিয়ে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫ বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকার বিভিন্ন স্থানে। এসব সমাবেশে তারা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, সাংবিধানিক আদেশে সংবিধানে সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরেছে। এসব দাবি তুলে ধরে সমাবেশ করেছে জামায়াতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও খেলাফত আন্দোলন। বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে গণভোট আয়োজনের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সামবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর যে আকাক্সক্ষা, জামায়াত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাধান্য দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হলো- আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে, অথবা দুঃখজনকভাবে সরকার কোনো শক্তির কাছে, প্রভাবের কাছে...