নাটকীয় লড়াইয়ে শেষদিকে অধিনায়ক ডাইকের গোলে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-২ গোলে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লিভারপুল। গতকাল বুধবার রাতে অ্যানফিল্ডে অ্যান্ডি রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক। ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই দুবার জালে বল পাঠায় লিভারপুল এবং দুটি গোলেই জড়িয়ে দলটির তারকা স্ট্রাইকার সালাহর নাম। বিরতির আগেই একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে আতলেতিকো। কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। পাল্টা-আক্রমণে ৬৫তম মিনিটে সালাহর নেয়া শট বাধা পায় পোস্টে। ওই ব্যর্থতা অনেক বড় হয়ে ওঠে ৮১তম মিনিটে ইয়োরেন্তের দর্শনীয় গোলে। পয়েন্ট হারানোর শঙ্কায় যেন মরিয়া হয়ে ওঠে লিভারপুল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এক কর্নার...