এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনা গড়িয়েছে অনেক দূর। সেই ঘটনায় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সম্পৃক্ততার অভিযোগ তুলে তাকে অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের অভিযোগ ছিল, টসের আগে অধিনায়ককে হাত না মেলানোর কথা বলেছিলেন ম্যাচ রেফারিই। তাকে না সরানোর জের ধরে এশিয়া কাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর গুঞ্জনও শোনা যায়। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। টানাপোড়েনের পর গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ পিছিয়ে দেয়া হয় এক ঘণ্টা। জরুরি বৈঠকের পর পিসিবি প্রধান মহসিন নাকভি জানান, পাকিস্তান ম্যাচটি খেলবে। পরে জানা যায়, পাইক্রফট ক্ষমা চাওয়ার পর খেলতে রাজি হয় পাকিস্তান। পিসিবির জরুরি বৈঠকে ছিলেন সাবেক প্রধান রমিজ রাজাও। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবেক ব্যাটার বলেন, পাইক্রফটের ক্ষমা চাওয়ায়...