১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ১৭০ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানরা। মাত্র ২২ বলে ৬০ রান করেন নবি। আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন। ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে...