বিশ্ব ফুটবলের র্যাংকিং বদলে গেল বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫)। দীর্ঘ ১১ বছর পর আবার বিশ্বের এক নম্বর দেশ হিসেবে উঠে এলো স্পেন। তারা সরিয়ে দিলো বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। ২০২৩-এর এপ্রিলের পর নেমে গেল তারা। নেমে গিয়েছে ব্রাজিল। সম্প্রতি বুলগেরিয়া এবং তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বে জিতেছে স্পেন। গত বছর ইউরো কাপও জিতেছে তারা। ফ্রান্স দ্বিতীয় স্থানেই থাকলো। লিওনেল মেসির আর্জেন্টিনা নেমে গিয়েছে তিনে। চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে পর্তুগাল পাঁচে উঠেছে। এক ধাপ নিচে, ছয়ে নেমেছে ব্রাজিল। সম্প্রতি বলিভিয়ার কাছে হেরে যাওয়ায় তাদের র্যাংকিং ধাক্কা খেয়েছে। এছাড়া দশে ফিরেছে ক্রোয়েশিয়া এবং ইতালি। তারা রয়েছে যথাক্রমে নয় এবং দশে। জার্মান তিন ধাপ পিছিয়ে চলে গিয়েছে ১২তে। বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। হাভিয়ের কাবরেরার দল ১৮৪তম...