সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদি সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ কথা বলেন। এ সময় তিনি পিআর নিয়ে গণভোটের দাবি করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে। কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভঙ্করের ফাঁকি দিচ্ছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণায় একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষা উল্লেখ করা হয়েছে। যা আমরা চাইনি। যা জনআকাঙ্ক্ষা সঙ্গে যায়নি। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ নির্বাচনের আগে সংবিধানিক ভিত্তি দিতে হবে। সরকার প্রধানকে বলব, আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষ আরেকটি...