শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ, সেই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ। বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি যে এই ম্যাচেই ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। যার অর্থ বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ১৭০ করে জিততে হবে শ্রীলঙ্কাকে। হেরে গিয়েও অবশ্য বাংলাদেশকে শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে। ১৬৯ দূরে থাকুক, আফগানিস্তান যে ১৫০ ছাড়াবে ১৫ ওভার শেষেও তা বোঝা যায়নি। ১৫ ওভার শেষে দলটির রান ছিল ১০১/৬। ১৬তম ওভারে মাত্র ৪ রান তুলতে পারা দলটি শেষ চার ওভারে তোলে ৬৪ রান। এই রানের অর্ধেকই আবার শেষ ওভারে তুলেছে আফগানিস্তান। শেষ ওভারে ওঠা ৩২ রানের ৩১–ই এসেছে মোহাম্মদ নবীর ব্যাট...