নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে উন্নত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) একযোগে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিএসইতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উভয় পক্ষ বাজারের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে। আলোচনায় উঠে এসেছে যে, আইপিও প্রক্রিয়া সহজ করা, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ডিএসই নিজেদের ইতিবাচকভাবে পরিবর্তন করতে চেষ্টা করছে। আইপিও প্রক্রিয়া সহজ করার পাশাপাশি, তালিকাভুক্ত কোম্পানিগুলোর অভিযোগগুলো ডিএসই নিয়মিতভাবে নিয়ন্ত্রক সংস্থার কাছে তুলে ধরছে। তিনি স্বীকার করেন যে, দীর্ঘদিন ধরে অনিয়ম ও অবহেলার কারণে দেশের শেয়ারবাজার অর্থনীতির সঙ্গে তাল মেলাতে পারেনি। তবে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদার) ড. আনিসুজ্জামানের তত্ত্বাবধান, বাজেটে ইতিবাচক পরিবর্তন...