আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত এক ঝড় তুললেন মোহাম্মদ নবী। শেষ ওভারে দুনিথ ওয়েলালাগের করা ছয় বলের মধ্যে পাঁচটিতেই ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। আর এতেই শঙ্কায় পড়ে গেল বাংলাদেশের সুপার ফোরে ওঠার স্বপ্ন।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। শুরুটা ছিল ঝড়ো—রহমানউল্লাহ গুরবাজ (১৪) আর সেদিকুল্লাহ আতালের জুটিতে ২ ওভারেই আসে ২৬ রান। তবে নুয়ান থুশারা দ্বিতীয় ওভারেই গুরবাজ ও করিম জানাতকে (১) ফেরান, পরে নিজের পরের স্পেলে আতালকেও (১৮) আউট করেন। এক ঝটকায় আফগানিস্তান নেমে যায় ৪১/৩-এ।এরপর ইব্রাহিম জাদরান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও সঙ্গী পাননি। দারউইশ রাসুলি (৯) আর আজমাতউল্লাহ ওমরজাই (৬) দ্রুত ফিরলে আফগানরা চাপে পড়ে যায়। ১৩তম ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৭৯/৬।সেখান থেকে রশিদ খান (২৪) ও...