ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতেই হবে। এছাড়া পূর্বের ন্যায় জগাখিচুড়ি নির্বাচন করা যাবে না। এতে আগের মতোই দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কায়েম হবে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুফতি ফয়জুল করীম বলেন, একটি দল বর্তমানে এ দেশকে দখলবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে। ওই দল বলছে নির্বাচন হলে ৯৫ শতাংশ ভোট তারাই পাবে, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচনে আসতে এত ভয় কেন।তিনি বলেন, পূর্বের ন্যায় নির্বাচন হলে যেই লাউ সেই কদু। তবে ৯৫ শতাংশ মুসলমানের দেশে এবার ইসলামী সরকার দেখতে চাই। আর ইসলামী রাষ্ট্র কায়েম হলে বাংলাদেশে আর ধনী গরিবের ব্যবধান থাকবে না। এদেশে কোন...