যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিছু ভারতীয় ব্যবসায়ী নির্বাহীর ভিসা বাতিল করেছে। ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের বরাতে জানা গেছে, ফেন্টানিল উপাদান বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ওই ব্যবসায়ীদের ভিসা বাতিল করা হয়েছে। অনেকের ভিসার আবেদন প্রত্যাখান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম বা তাদের ব্যবসার প্রকৃতি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য জানানো হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমেরিকানদের বিপজ্জনক কৃত্রিম নেশাজাতীয় দ্রব্য থেকে সুরক্ষিত রাখতে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাস নির্দিষ্ট কিছু ব্যবসায়ী নির্বাহী এবং করপোরেট নেতৃত্বের ভিসা বাতিল করেছে।” এ ঘোষণা এমন সময়ে এসেছে -যখন বাণিজ্য ও ভারতের রাশিয়ান তেল ক্রয়কে কেন্দ্র করে ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে টানাপোড়েন চলছে।...