বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে হবে দুই টেস্ট ও ৩টি-টোয়েন্টি সিরিজ একটি মাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আয়ারল্যান্ডের। তবে তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বরে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় ১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। সব ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক গড়বেন। সাদা পোশাকে এখন পর্যন্ত মুশফিক ৯৮টি টেস্ট খেলেছেন। ফলে টাইগার ক্রিকেটারদের মধ্যে একমাত্র শততম টেস্ট ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ইংল্যান্ডের লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ২০০৫ সালে টেস্টে তার অভিষেক হয়েছিল। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের আসন্ন দুই টেস্টের সিরিজ শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১১ নভেম্বর প্রথম টেস্টের পর ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ...