নতুন বিশ্বের সঙ্গে খাপ খাওয়াতে নতুন দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবে পুরনো দক্ষতা দিয়ে নতুন বিশ্বে চাকরি পাওয়া যাবে না। নতুন বিশ্বে টিকে থাকতে এবং নিজেকে আইসিটি বিপ্লবের একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে যে যে দক্ষতাগুলো দরকার এবং আমাদের সামনে নতুন যে দিগন্ত উন্মোচন হচ্ছে, সেসব দিক নির্দেশনাগুলো তপন কান্তি সরকার তার নতুন বই ‘নতুন বিশ্বের নতুন ক্যারিয়ার’ ৪র্থ শিল্প বিপ্লব বইতে তুলে ধরেছেন। বইটি প্রকাশ করেছে আহমদ পাবলিশিং হাউস। এতে আধুনিক আইসিটি খাতের প্রয়োজনীয় ক্যারিয়ার গড়ার দিক নির্দেশনাসহ হাতে কলমে শেখার উপায় বর্ণনা করেছেন লেখক। ২৭২ পৃষ্ঠার বইটির মূল্য ৫২৫ টাকা। রকমারি ওয়েবসাইট থেকে এবং অন্যান্য সাইট থেকেও বইটি সংগ্রহ করা যাবে। লেখক তপন কান্তি সরকার বলেন, বইটিতে প্রয়োজনীয় তথ্যের সমন্বয় করা হয়েছে। সহজ সরল...