বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য- ভারতের সব স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে তৈরি সিনেমা ‘চলো জিতে হ্যায়’ দেখানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই সিনেমা দেখাতে বলা হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্পষ্ট করে বলেছেন, ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কায়রোতে অবস্থিত প্রখ্যাত মিশরীয় জাদুঘর থেকে ৩ হাজার বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট চুরির ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ভারতের সব স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন নিয়ে তৈরি সিনেমা ‘চলো জিতে হ্যায়’ দেখানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত...