কলম্বোয় সাফ অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ জুনিয়র ফুটবল দল নেপালকে ৪-০ গোলে হারিয়েছে। বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১-০ গোলের লিড নেয়। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ডান প্রান্ত থেকে নেওয়া কর্নার নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে আসেন। তিনি বল গ্রিপে নিতে পারেননি। বক্সের মধ্যে বাংলাদেশের সাব্বির ইসলাম বল পান। তার নেওয়া শট গোললাইন থেকে সেভ করতে পারেননি লঙ্কান ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে বাংলাদেশ দুই গোল পায়। ৪৮ মিনিটে অপু রহমান লঙ্কান বক্সের মধ্যে বল নিয়ে প্রবেশ করেন। ডিফেন্ডাররা তাকে পিছু তাড়া করলেও বাধা দিতে পারেনি। গোলরক্ষককে প্লেসিং শটে পরাস্ত করে বাংলাদেশকে ২-০ লিড এনে দেন অপু। এক মিনিট পরই আরিফ বক্সের সামনে থেকে জোরালো শটে গোল করলে বাংলাদেশের জয়ের সুবাতাস মিলতে থাকে। ৬৪ মিনিটে বাংলাদেশের হয়ে...