যুক্তরাজ্যের লেবার পার্টি আবারও নতুন এক সংকটে পড়েছে। এমপি টিউলিপ সিদ্দিকের দাবি ছিল তিনি কখনও বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাননি—তবে ঢাকা সেই দাবির বিপরীতে প্রমাণ হাজির করেছে। ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, ২০০১ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে তার নামে একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। এছাড়া ২০১১ সালের জানুয়ারিতে তার নামে একটি জাতীয় পরিচয়পত্রও ইস্যু হয়। খবর ডেইলি এক্সপ্রেসের। দ্য টাইমস ও বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো উভয় সংবাদমাধ্যমে ওই নথির কপি প্রকাশ করা হয়েছে। বর্তমানে ৪৩ বছর বয়সী সিদ্দিক গত জানুয়ারিতে স্যার কিয়ার স্টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এ সময় তিনি দাবি করে যে, তিনি "বিভ্রান্তি তৈরি করতে চান না"। অভিযোগ রয়েছে, গণবিক্ষোভের মুখে অপসারিত হওয়া সাবেক প্রধানমন্ত্রী তার খালা শেখ...