শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্যনির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে পদত্যাগপত্র জমা দেন। তবে চারটি শর্ত মানা হলে তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘অযাচিত হস্তক্ষেপ’ এবং শিল্পকলাকে অধীনস্ত করার প্রচেষ্টার অভিযোগ তোলেন। অনুষ্ঠান চলাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। তবে সচিব জানান, এই পদত্যাগ গৃহীত হয়নি। এ সময় উপস্থিত দর্শক, শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা তাকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা এবং জুলাই আন্দোলনে নিহত আনাসের মা সানজিদা খান দিপ্তীও তাকে থেকে যাওয়ার আহ্বান জানান। ১. মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোনো হস্তক্ষেপ করা হবে না এবং এটি...