এশিয়া কাপের মাঠে করমর্দন না করার ঘটনাকে ঘিরে ইতোমধ্যে বড়সড় বিতর্কে জড়িয়েছে ভারত-পাকিস্তান। বিষয়টি নিয়ে পাকিস্তান দল ও ক্রিকেট বোর্ড সরব হলেও, ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব এর তীব্র সমালোচনা করেছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক সরাসরি বলেছেন—‘এগুলো তুচ্ছ ব্যাপার, খেলায় মন দেওয়া উচিত, ভুল মন্তব্য নয়।’গত রোববার দুবাইয়ে গ্রুপ–এ ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে যান। পাকিস্তান অধিনায়ক সালমান আগা ক্ষোভে পোস্ট-ম্যাচ সাক্ষাৎকারেই হাজির হননি। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি তোলে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করার নির্দেশ দিয়েছিলেন। এমনকি তারা দুই দফা আইসিসিকে ই-মেইল পাঠিয়ে পাইক্রফটকে অপসারণের দাবি তোলে, হুমকি দেয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোরও। তবে আইসিসি সে দাবি প্রত্যাখ্যান করে।পরিস্থিতি আরও জটিল হয় বুধবার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে...