ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন ইস্যুতে নানা ঝামেলায় গতকাল বুধবার পাকিস্তান-আমিরাত ম্যাচটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়। সেই ম্যাচও পুরোপুরি ঘটনামুক্ত থাকলো না। পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া বলে গুরুতর আঘাত পান আম্পায়ার। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হলো তাকে। ঘটনাটি ঘটে আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে। বল করছিলেন সাইম আইয়ুব। তার করা একটি বল মিড অনে ঠেলে এক রান নেন ইউএই দল। পাকিস্তানের ফিল্ডার বল ছুড়েছিলেন বোলারের উদ্দেশে। তার আগেই আইয়ুবের সামনে এসে গিয়েছিলেন শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। বল এসে লাগে তার বাঁ কানের ঠিক নিচে। সঙ্গে সঙ্গে কানে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে পড়েন রুচিরা। যন্ত্রণায় মাথা নাড়তে দেখা যায় রুচিরাকে। ছুটে আসেন পাকিস্তান দলের ফিজিও। মাঠের মধ্যেই কনকাশন পরীক্ষা হয় রুচিরার। ম্যাচ পরিচালনা করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না শ্রীলঙ্কার এই আম্পায়ার।...