এক সময় গণবিনোদনের অন্যতম মাধ্যম ছিল ছায়াছবি বা সিনেমা। দেশ ব্যাপি গড়ে উঠেছিল অসংখ্য সিনেমা হল। কোথায় কবে কোন সিনেমা চলছে বা আসছে তা নিয়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ। নতুন সিনেমা রিলিজ হলেই হলগুলোতে লেগে যেতো উপচেপড়া ভিড়। টিকেট নিয়ে কারাকারি। জনপ্রিয় হয়ে উঠে টিকেট ব্লেকিংয়ের ব্যাপারটাও। কালের বিবর্তে সেই দিন আজ বড় বেশি বিবর্ণ। সিনেমা হলমুখি হতে চান না এখন আর তেমন কেউ। দর্শক নাই তাই ব্যবসা বড়ই মন্দা। ফলে বন্ধ হচ্ছে একের পর এক সিনেমা হল। সেই ধারাবাহিকতায় বন্ধ হবার পর এবার পুরোপুরি ভেঙ্গে ফেরা হচ্ছে বিভাগীয় শহর ময়মনসিংহের ঐতিহ্যবাহী পূরবী সিনেমা হল। হলটি নগরীর চমড়াগুদাম এলাকায় স্বাধীনতার পূর্বে নির্মাণ করেছিলেন জাতীয় পার্টির নেতা আব্বাস আলী তালুকদার। বিগত প্রায় একমাস হলটিতে প্রদর্শিত হয়েছিল একবুক জ্বালা চলচ্চিত্র। তবে একের...