রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট রাজধানী ঢাকায় "রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫" আয়োজন করে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হয়। শিশু শিক্ষা ও সাক্ষরতার জন্য ‘মজার স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী আরিয়ান আরিফ পুরস্কৃত হন, আর মানসিক স্বাস্থ্য খাতে বিশেষ অবদানের জন্য ‘মনের বন্ধু’-এর প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা সম্মাননা পান। ‘সেভ সিলেট’ ও ‘স্টার্টআপ সিলেট’-এর প্রতিষ্ঠাতা আয়ান মুমিনুল হক ‘কমিউনিটি ডেভেলপমেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কৃত হন। প্রবীণ কৃষিবিদ ড. কাশফিয়া আহমেদ ‘পরিবেশ ও কৃষি’ ক্ষেত্রে স্বীকৃতি পান, এবং ‘স্পোর্টস অ্যান্ড পিস’ ক্যাটাগরিতে কৃতিত্বের জন্য কানসাট, চাঁপাইনবাবগঞ্জ-এর সফল নারী ফুটবল কোচ সেতাউর রহমান সম্মানিত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ঢাকা নর্থ ওয়েস্ট-এর সভাপতি আরজুদা রহমান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইলমুল হক সজিব, প্রেসিডেন্ট ইলেক্ট প্রকৌশলী আবদুর রহিম,...