কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার পর আরব লীগ ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) যৌথভাবে জরুরি সম্মেলন করেছে। এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা ঘটনাটিকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ আখ্যা দিয়ে কাতারের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করেছেন এবং ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর দোহায় একটি আবাসিক এলাকায় ইসরাইলি বিমান হামলায় কাতারি নাগরিকসহ কয়েকজন নিহত হন। সেখানে ফিলিস্তিনি হামাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। হামলায় কূটনৈতিক আবাসন, বিদ্যালয়, শিশু পরিচর্যা কেন্দ্র ও অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। কাতারের সরকারি সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে আরব ও ইসলামি নেতারা হামলাকে কাতারের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তারা বলেছেন, ইসরাইলের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নাজুক পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং...