এশিয়া কাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশ এখনও বেঁচে আছে সুপার ফোরের সমীকরণে। তবে এখন আর সব কিছু নিজেদের হাতে নেই, নির্ভর করতে হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলের ওপর।আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মোহাম্মদ নবীর ঝোড়ো ইনিংসে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে দিয়েছে আফগানিস্তানকে। শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগেকে টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে নবী একাই বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। তার ২২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে আফগানরা সুপার ফোরের দোরগোড়ায়।এই পরিস্থিতি পুরো সমীকরণ পাল্টে দিয়েছে বাংলাদেশ দলের জন্যও। সুপার ফোরে যেতে হলে এখন নির্ভর করতে হচ্ছে লঙ্কানদের ওপর। বাংলাদেশকে শেষ চারে তুলতে হলে শ্রীলঙ্কাকে ১৭০ রানে করতে হবে, অর্থাৎ ম্যাচ জিততে হবে।তবে আরও একটি সম্ভাবনা আছে। যদি আসালাঙ্কার দল ১০০ রানের নিচে গুটিয়ে যায়, তাহলেও নেট রান রেটে লঙ্কানদের পেছনে ফেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে...