এশিয়া কাপে বৃহস্পতিবার শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে ঝুলে আছে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার ভাগ্যও। আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করা আফগানিস্তান করেছে ৮ উইকেটে ১৬৯ রান। শেষ দুই ওভারে আফগানরা করে ৪৯ রান। শ্রীলঙ্কা ১০১ রান করলেই উঠে যাবে সুপার ফোরে। লঙ্কানরা যদি ম্যাচ হারে তবে ১০১ রান করে তবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান যাবে সুপার ফোরে। হেরে গিয়েও অবশ্য বাংলাদেশকে শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে। আর শ্রীলঙ্কা ম্যাচটা জিতলে 'বি' গ্রুপ থেকে তারা এবং বাংলাদেশ উঠবে সুপার ফোরে। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ নবি হাঁকান পাঁচটি ছক্কা। ২০ বলে ফিফটি করা নবি...