হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫) শুরু হয়েছে বালক ও বালিকাদের পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবল। মাঠের মধ্যেও ছোট মঞ্চে আয়োজন করা হয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। ছোট ছোট খেলোয়াড়রা নাচলো, গাইলো। স্কুলগুলোর নাম সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল তারা। উদ্বোধনী অনুষ্ঠানে সারি বেধে দাঁড়ানো খুদে খেলোয়াড়দের চোখে মুখে ছিল রোমাঞ্চের ছোঁয়া। দুই পর্বে ভাগ হওয়া স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার প্লেট পর্ব শুরু হয়েছে বৃহস্পতিবার। এতে প্রথম দিনে বালক বিভাগে জয় পেয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, মতিঝিল গভ. বয়েজ হাই স্কুল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, মিতালি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে জয় পেয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল, শেরে বাংলা গার্লস স্কুল। তবে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বনানী শাখার সঙ্গে ড্র করেছে একই...