সুপার ফোরের সমীকরণ মেলাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ লঙ্কানরা আফগানদের হারাতে পারলেই নেট রানরেটের কোনো ঝামেলা ছাড়া সুপার ফোরে উঠবে টাইগাররা। লিটনদের ভাগ্য জড়ানো ম্যাচে আগে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের সামনে সুযোগ ছিল আফগানদের একশোর মধ্যেই আটকে দেওয়ার। তবে শেষদিকে মোহাম্মদ নবির ঝোড়ো ফিফটিতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে আফগানরা। এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ অটল। প্রথম দুই ওভারেই ২৬ রান তুলে নেন তারা। এরপরেই আঘাত হানেন নুয়ান থুশারা। গুরবাজকে এলবিডব্লিউর ফাদে ফেলে ফেরান তিনি। ৮ বলে ১৪ রান করে ফেরেন এই ওপেনার। একই ওভারের শেষ বলে ফের আঘাত হানেন থুশারা। তিনে নামা করিম জানাতের স্টাম্প উড়িয়ে ১ রানে ফেরান এই...